ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা - ৪



🚫খেলাফতের অবসান🚫

হযরত আবু উমামা বাহেলি (রাযি:) বর্ণনা করেন,রাসূল (সা:) বলেছেন,
" ইসলামের কড়াগুলো একটি একটি করে ভেঙে যাবে। একটি ভেঙে যাবার পর মানুষ পরেরটি আঁকড়ে ধরবে। সর্বপ্রথম যে কড়াটি ভাঙবে সেটি হল ইসলামি শাসন অর্থাৎ খেলাফত। আর সর্বশেষ হল নামাজ।"
(শুয়াবুল ঈমান,খ. ৪,পৃ. ২৩৬; আল-মুজামুল কাবীর,খ. ৮,পৃ. ৯৮)

মুসলিম জাতি তার অধঃপতনের ধারাবাহিকতায় সর্বপ্রথম যে বিষয়টি পরিত্যাগ করবে তা হল ইসলামী শাসন। আরেক বর্ণনায় আছে, তা হল আমানত। দুটির মর্ম মূলত একই। ইসলামী পরিভাষায় 'আমানত' ব্যাপক অর্থবোধক একটি শব্দ। যেমন- পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে-
"আমি আমানতকে আকাশ,পৃথিবী ও পাহাড়ের উপর পেশ করেছিলাম;কিন্তু তারা একে বহন করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং উক্ত কর্তব্য পালনে ভীত হল। অবশেষে মানুষ তাকে বহন করে নিল।" (সূরা আহযাব : ৭২)

হযরত কাতাদাহ (রহ.) এখানে আমানতের ব্যাখ্যা করেছেন :
          "দীন,ফারায়েজ ও হুদুদ"
মানে আল্লাহ পাকের ঠিক করে দেয়া যাবতীয় হক আদায় করা,সবরকম ফরজ আদায় করা এবং ইসলামের দণ্ডবিধি অনুসরণ করা। আর এই সবগুলো বিষয়ই ইসলামী খেলাফতের অধীনে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়িত হয়। আর এই খেলাফতটাই আজ আমরা পরিত্যাগ করেছি। যার ফলে সুষম রাষ্ট্রব্যবস্থারও বিলুপ্তি ঘটেছে।খেলাফতের পরিবর্তে আমরা বেছে নিয়েছি গণতন্ত্রকে, যা কখনোই খেলাফতের বিকল্প হতে পারে না। খেলাফত হারিয়ে গেছে, অদূর ভবিষ্যতে মুসলমানের জীবন থেকে নামাজও হারিয়ে যাবে। অথচ এটাই আমাদের সর্বশেষ অবলম্বন। এটি হারিয়ে গেলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের হেফাজত করুন। আমীন।

Comments

Popular posts from this blog

খোরাসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে হাদীসের ভবিষ্যৎবাণী

ইমাম মাহাদি (আ) কবে আসবেন?

ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কোথায় এবং কবে ভেসে উঠবে? (২০২৩ সালে ইনশাল্লাহ)